header banner

ডিএ-র দাবিতে সপ্তাহের দ্বিতীয় দিনেও আন্দোলনে সামিল হাওড়া আদালতের সরকারি কর্মচারীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সংগ্রামী যৌথ মঞ্চের দাবীকে সমর্থন জানিয়ে সপ্তাহের দ্বিতীয় দিনেও আন্দোলনে সামিল হাওড়া আদালতের সরকারি কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে হাওড়া আদালত চত্তরে তারা বুকে ব্যাজ লাগিয়ে বিক্ষোভে দেখান এবং তারপর ধরনায় বসেন। যার ফলস্বরূপ আজ হাওড়া দেওয়ানী ও ফৌজদারি আদালতে কোনরকম কাজ হয়নি। প্রাপ্য বকেয়া ডিএ-র দাবিতে অনড় প্রতিবাদকারীরা।

{link}
আন্দোলনকারীরা জানান উচ্চ আদালতের নির্দেশ মতো তারা গত কাল সম্পুর্ন কর্মবিরতি পালন না করলেও আজ তারা সম্পূর্ণ কর্ম বিরোধী রেখে আন্দোলন চালিয়ে যাবেন। তাদের ৩১ দফা দাবী রয়েছে যার মধ্যে প্রধান দাবী হলো বকেয়া ডিএ মেটানো। অবিলম্বে রাজ্য সরকার বকেয়া ৩৯ শতাংশ মহার্ঘ্য ভাতা না মেটালে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।
{ads}

news DA protest Howrah West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article