header banner

ED Investigation: ফের রাজ্যে সক্রিয় ED! শুক্রবার সকালে রাজ্যের ২৫ জায়গায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নির্বাচন যত এগিয়ে আসছে ততোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হয়ে উঠছে - এই দৃশ্য নতুন কিছু নয়। এবার তৎপর ইডি। শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ২৫টি জায়গায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। কলকাতা-সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরে তল্লাশি চলছে। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত মামলায় এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কয়লা মাফিয়ার বাড়িতেও চলছে তল্লাশি। ঝাড়খণ্ডের ধানবাদেরও একাধিক জায়গায় হান দিয়েছে ইডি। এদিন সকালে সল্টলেকের দুটি জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। সল্টলেকে সেক্টর-২তে এক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করেন। সল্টলেকের একে ব্লকেও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।

{link} 

  হাওড়ার সলপ মোড়েও এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। কয়লা পাচার মামলায় তদন্ত চালাচ্ছে ইডি। সম্প্রতি সিবিআই আদালতে ইডি জানিয়েছিল, কয়লা পাচার মামলায় খুব শীঘ্রই সামনে আসবে প্রভাবশালীদের নাম। তারপরই এদিন রাজ্যের ২৫ জায়গায় একসঙ্গে হানা দিল ইডি। ঝাড়খণ্ডের ধনবাদ এবং পার্শ্ববর্তী এলাকায় মোট ১২ জায়গায়ও অভিযান শুরু করেছে ইডি। এর মধ্যে সকাল ৬টা থেকে বিসিসিএল (BCCL)-এর ঠিকাদার ও বড় কয়লা ব্যবসায়ী এলবি সিংয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও রয়েছে। ​জানা গিয়েছে, ইডির এই অভিযান বিসিসিএলর বিভিন্ন টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির মামলার সঙ্গে সম্পর্কিত। ​এছাড়াও, ইডি-র কলকাতা টিম পশ্চিমবঙ্গেও কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ঠিকাদার, পরিবহনকারী এবং ইসিএল (ECL)-এর আধিকারিকদের ঝাড়খণ্ডের আস্তানাগুলিতে সমান্তরালভাবে তল্লাশি চালাচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে কি পাওয়া যায়!

{ads}

ED Raids ED Raids Today ED Raid Investigation Enforcement Directorate West Bengal Bengali News West Bengal News Mamata Banerjee ইডি ইডি তল্লাশি সংবাদ ইডি তদন্ত

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article