header banner

Nabanna : একের পর এক টোটোর ব্যাটারি চুরি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই চুরি কিছুটা অভিনব। এর আগে এমন ব্যাপাকভাবে টোটোর ব্যাটারি চুরির খবর সামনে আসে নি। মূলত নবান্ন (Nabanna) অঞ্চলের টোটো চালকদের ব্যাটারি বেশি চুরি হচ্ছে। গত কয়েক মাস ধরে হাওড়ার (Howrah) বিভিন্ন এলাকায় চুরি হচ্ছে একের পর এক টোটোর দামি ব্যাটারি।

{link}

সাঁতরাগাছির পর শিবপুর(Shibpur) এলাকাতেও একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার ভোরে চোরেরা দামি গাড়ি চেপে নবান্নের কাছে শরৎ চ্যাটার্জি রোডে আসে। তার পর দাঁড়িয়ে থাকা টোটোগুলির ব্যাটারি খুলে গাড়িতে তুলতে থাকে। সেই ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। পুলিশ সেই গাড়ির খোঁজ করছে। যদিও এখন পর্যন্ত কোনো সন্ধান পায় নি। 

{link}

গভীর সমস্যায় টোটো চালকরা। নতুন ব্যাটারির দাম প্রচুর। ফলে তারা রাস্তায় টোটো নামাতে পারছে না। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এলাকায় ব্যাটারি চুরির একটি চক্র সক্রিয় হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরেদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। টোটো চালকরা থানায় অবস্থানের কথা ভাবছেন।

{ads}

News Breaking News Howrah Nabanna সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article