header banner

Kashmir : জঙ্গিদের গুলিতে একের পর এক মৃত বাংলার পর্যটক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এখন পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে - যার মধ্যে ৩ জন বাঙালি। ঘটনার পরেই মঙ্গলবার বৈষ্ণবঘাটার বাসিন্দ বিতান অধিকারীর মৃত্যুর খবর সামনে আসে। জানা যাচ্ছে, জঙ্গিদের গুলিতে আরও দুই বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। একজন বেহালার সখেরবাজারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তাঁর নাম সমীর গুহ।

{link}

অন্যদিকে পুরুলিয়ারও এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে আছে বাংলার গোয়েন্দা আধিকারিক মনীশ রঞ্জন মিশ্র। তিনি ঝালদা পুরসভার ৫নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা। মঙ্গলবারই কাশ্মীর (Kashmir) পৌঁছেছিলেন। যাওয়ার কথা ছিল অমরনাথ। কিন্তু পাহেলগাঁও (Pahalgam)'তে যাওয়াই কাল হল। কাজের জন্যে পরিবার নিয়ে হায়দরবাদেই থাকতেন মৃত মনীশ রঞ্জন মিশ্র। এই ঘটনা সামনে আসার পরেই পরিবারের সদস্যরা সড়কপথেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

{link}

অন্যদিকে বর্তমানে জম্মু-কাশ্মীরে (Pahalgam terror attack) বহু পর্যটক আটকে আছেন বলে জানা যাচ্ছে। নবান্নের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পর্যটকদের ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি করা হয়েছে। বৈষ্ণবঘাটার বাসিন্দ বিতান অধিকারীর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বৈষ্ণবঘাটায়। জানা যাচ্ছে, আজ বুধবারই দেহ ফেরানো হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bnaerjee)। দেহ ফেরানো সহ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে বেড়াতে গিয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতা হবে তা ভাবতেই পারেননি মৃত বিতানের স্ত্রী।

{ads}

News Breaking News Pahalgam Kashmir Dead সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article