শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার মোদীর মন্ত্রীসভা 'এক দেশ, এক নির্বাচন' কে সমর্থন করে প্রস্তাব গ্রহণ করেছে। সকলের বিশ্বাস এবার তা এই অধিবেশনেই বিল আকারে আসতে চলেছে। আর এই সংবাদ বাইরে প্রকাশ পেতেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ''বিরোধী দলের নেতা এবং বিশেষজ্ঞদের আপত্তি উড়িয়ে স্বৈরাচারী পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার।
{link}
এক দেশ, এক নির্বাচন শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিবেচিত সংস্কার নয়। এটি স্বৈরাচারী পদক্ষেপ। এই পদক্ষেপ সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। আমাদের সাংসদরা এক দেশ, এক নির্বাচনে জোরালো প্রতিবাদ করেছেন। বাংলা কখনও একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথা নত করবে না। এটি ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করার লড়াই।”বিরোধী দলের সকলেই সমর্থন জানিয়েছে মমতাকে। বোঝাই যাচ্ছে, এবার অধিবেশন আবার উত্তপ্ত হতে চলেছে।
{link}
এর আগেও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে চিঠিও লিখেছিলেন তিনি। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচনে’ সায় দেওয়ার পর আরও একবার সুর চড়ান মুখ্যমন্ত্রী। শুধু তৃণমূলই নয়, সিপিএম এবং কংগ্রেসও ‘এক দেশ, এক নির্বাচনে’র বিরোধিতায় সরব। যদিও বিজেপি শীতকালীন অধিবেশনে এই নিয়ে বিল আনতে চলেছে বলেই সকলের ধারণা।
{ads}