শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েক মাস ধরেই বাংলায় চলেছে বোমা গুলির হোলিখেলা। অনেকটাই নৈরাজ্যের নিদর্শন। বুধবার একদম ভোরে গুলি চললো স্বরূপনগরে (Swarupnagar)। জানা যাচ্ছে, ৫/৬ জন অপরিচিত যুবক বাইক নিয়ে গ্রামে ঢোকে। স্বরূপনগরে ব্লকের দত্তপাড়া উচুপোলের কাছে আচমকা গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা।
{link}
ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন এলাকারই এক ব্যক্তি । খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। মৃতের নাম ইসারুল গাজী। বাড়ি স্বরূপনগরের তারালিতে। ঈসারুল সেই অর্থে কোনো রাজনীতি করতেন না। তাই এটাকে রাজনৈতিক খুন বলতে রাজি নয় পুলিশ। কিন্তু কেন খুন - তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। স্থানীয় একজন মানুষ জানান,“আমি মাঠে গিয়েছিলাম। হঠাৎ শুনছি গুলি চলেছে। খবর শুনেই ছুটে এসে দেখি এই কাণ্ড। কে করল, কেন করল বুঝতে পারছি না।”
{link}
আবার অপর এক ব্যক্তি বলেন, , “আমি কাজ করছিলাম। তখন দেখি আচমকা চার পাঁচজন এসেছে। ইসারুলকে গালাগালিও করছিল। মারধরও করে। দলে ওরা প্রায় ৫ থেকে ৬ জন ছিল। তারপরই আচমকা আওয়াজটা হল। গুলি করার পরেই স্বরূপনগরের দিকে পালিয়ে যায়।” খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
{ads}