নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বালিতে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ একদল তৃণমূল কংগ্রেস কর্মী, ট্রেড ইউনিয়নের কর্মীর আরেক দলের উপর হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে।
{link}
ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী বিকাশ সাউয়ের অভিযোগ উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ব্লক সভাপতি অরবিন্দ দাস ১০০ জন মতো তৃণমূল কর্মীদের কে নিয়ে এসে তাদের তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করা হয়। বিকাশের আরও অভিযোগ রাজেশ সনকার তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা এবং তারা তার সঙ্গেই থাকে। একটি ইউনিয়ন চালানো হয়, সেই ঘটনার কারণে তাদের উপর চড়াও হয়ে মারধর করে। এই সমাবেশের আগে গতকাল, অরবিন্দ দাস এবং তার দলের লোকেরা হাওড়া স্টেশন চত্বরে থাকা হকারদের থেকে সমাবেশের নাম করে ২০০ টাকা করে তোলে। এর প্রতিবাদও করা হয় তাদের পক্ষ থেকে। এই ঘটনা জেরেই আজ কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন বিকাশ। ঘটনাটি ঘটার পর খবর দেওয়া হয় গোলাবাড়ি থানার পুলিশকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পুরো বিষয়টির তদন্ত করে ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে প্রকাশ্যে এহেন গোষ্ঠীদ্বন্দ্ব যে হাওড়া জেলার বুকে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিতে আঘাত হানল তা স্পষ্ট।
{ads}