নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বিরসা মুন্ডার জন্মদিনে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ কিন্তু সরকারি ছুটির নির্দেশ না মেনে আজকের দিন ১৫ই নভেম্বরেই খোলা স্কুল। চাঞ্চল্য হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় আজকের দিনে খোলা থাকার বিষয়টিকে কেন্দ্র করে। ছুটি ঘোষণা কেন করা হল না, সেই বিষয়ে প্রশ্ন উঠেছে ৷
{link}
মঙ্গলবার সকালে দলে দলে ছাত্রছাত্রীরা স্কুলে এল ক্লাস করতে ৷ স্কুলের ছাত্র-ছাত্রীরা জানিয়েছে স্কুলের পক্ষ থেকে ছুটি কথা বলা হয়নি তাই তারা স্কুলে এসেছে ৷ খবর পেয়ে বিজেপির পক্ষ থেকে স্কুলে গিয়ে শিক্ষক দের সঙ্গে কথা বলেন তাদের এক প্রতিনিধি। বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত স্কুল কমিটি আদিবাসিদের সম্মান দেয় না ৷ সে কারনে ছুটি দেওয়া হয়নি স্কুল৷ তৃণমূল কংগ্রেসের একজন নেতা রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন কিছু সময় আগে৷ এবার তৃণমূল পরিচালিত স্কুলের পক্ষ থেকে বিরসা মুন্ডা কে অসম্মান করা হলো ৷ এই দল ও তাদের সরকার আদিবাসী সম্প্রদায়কে সম্মান করে না বলেই অভিযোগ করছে বিজেপি।
{link}
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও সহ শিক্ষক কাউন্সিলের সদস্য দেবাশীষ বাবু বলেন, গত বছরের স্কুল কমিটি ছুটির লিস্টে আজকের দিনটি ছিল না ৷ সে কারণে আমাদের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল ৷ এটা আমাদের ভুল৷ আমরা স্কুলে এসে সোনা মাত্রই ছুটি ঘোষণা করেছি ৷ বিরসা মুন্ডাকে সম্মান জানিয়ে তার সম্পর্কে কিছু বক্তব্য পড়ুয়াদের সামনে তুলে ধরছি ৷ দিয়ে ছাত্রছাত্রীদের ছুটিও দিয়ে দেওয়া হয়েছে। তাদের স্কুল কতৃপক্ষের পক্ষ থেকে ভুল স্বীকার করে নিয়ে তৎক্ষণাৎ তা সংশোধনও করে নেওয়া হয়েছে। বিজেপি অযথাই বিষয়টিকে রঙ মাখিয়ে বাড়িয়ে চড়িয়ে দেখাতে চাইছে বলে অভিযোগ বিপক্ষ শিবিরের। তবে স্কুল কতৃপক্ষের দ্বারা যে ভুল হয়েছে, সেই কথা অনস্বীকার্য নয়।
{ads}