header banner

Howrah : প্রকাশ্যে জলাভূমি ভরাট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সরকারির জমির দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার জালিয়াতি করে জমি আত্মস্বাদের অভিযোগ একটি বেসরকরি সংস্থার বিরুদ্ধে। আর এই জমিকে ওই সংস্থাকে পেতে সাহায্য করলেন খোদ বি এল আর ও । হাওড়ার (HOWRAH) লিলুয়া মিরপাড়ার ঘটনায় উঠে এলো সরকারি ভূমি (Government land) ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে।

{link}

অভিযোগ লিলুয়া (Liluah) মিরপাড়া এলাকায় প্রায় ৫ কাঁঠা সরকারি জমি দখল করে, রাতের অন্ধকারের নিজেদের নাম গেট লাগিয়ে জমি ভরাট করার কাজ শুরু করেছে। দিনের বেলায় জমি ভোরেটের কাজের জন্য স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি স্কুল বন্ধের মুখে। গাড়ির দাপটে কার্যত আতঙ্কিত এলাকার মানুষজন। এমনকি একটি বড় নিকাশিনালা বন্ধ করে সেই সংস্থার অফিস বানিয়ে ফেলা হয়েছে। এই ৫ কাঁঠা জমির বেশ কিছুটা অংশ জলাভূমি।

{link}

সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমির দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার দিয়ে বালি যোগাছা ব্লকের BLRO কে এলাকায় গোশালা বানানোর জন্য ভরাটের আবেদন জানানো হয়। এই জমির ভেরিফিকেশন (Verification) না করেই কার্যত সরকারি জমি ভরাটের অনুমতি দিয়ে সরকারি জমিকে বেসরকারি সংস্থার (Private organization) হাতে তুলে দেওয়া হয়। যা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শিবপুর বা লিলুয়া সব জায়গাতেই রাজ্য তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে অভিযোগের তীর।

{ads}

News Breaking News Howrah West Bengal Liluah swamp Government land Nikashinala BLRO Verification Private organization Administration Shibpur সংবাদ

Last Updated :