header banner

ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি ২ ঘন্টা ধরে বারুইপুর স্টেশনে দাড়িয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল

article banner

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: বঙ্গোপসাগের তৈরি হওয়া নিম্নচাপের জেরে শনিবার থেকে বৃষ্টিতে ভোগান্তি সইতে হচ্ছে দক্ষিনবঙ্গের মানুষদের। বৃষ্টির কারনে ব্যাহত হয়েছে সাধারন জনজীবন। সপ্তাহের প্রথম দিনে বৃষ্টির কারনে এবার ভোগান্তি রেল যাত্রীদের। সোমবার সকালে শিয়ালদহ দক্ষিন শাখায় রেল চলাচলে বাধা সৃষ্টি হয়। রেল ও স্থানীয় সূত্রে খবর লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে রেলে ওভার হেডের তার ছিঁড়ে যাওয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টার ও বেশী সময় ধরে বারুইপুর স্টেশনে দাড়িয়ে ছিল ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল।

{link}
ফলস্বরূপ চরম অস্বস্তিতে পড়তে হয় রেল যাত্রীদের। কখন ছাড়বে তাও বলতে পারছিলেন না রেল কতৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছে রেল কর্মীরা দ্রুত পরিস্থতিতে স্বাভাবিক করেন। প্রায় দুই ঘন্টা পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়। তবে এই দুই ঘন্টা ট্রেন চলাচল ব্যহত হওয়ার রীতিমতো ভোগান্তি দেখা দেয় স্থানীয় যাত্রীদের মধ্যে। যদিও ট্রেন ছেড়ে দেওয়ার পর আর কোনরকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি। 
{ads}

news Laxmikanatapur Train Local West Bengal সংবাদ

Last Updated :