header banner

পেটুক বাঙালির উপচে পড়া ভিড়, প্রথম বারেই হিট উত্তর হাওড়ার খাদ্যমেলা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফুচকা থেকে শুরু করে লিট্টি কিংবা ফিসফ্রাই আবার বিরিয়ানি। সব কিছুই এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে হাতের নাগালে। ব্যাস! ভোজনরসিক বাঙালিকে আর আটকায় কে? উত্তর হাওড়ায় নতুন মন্দির সংলগ্ন সঙ্ঘশ্রী ময়দানে শুক্রবার থেকে শুরু হয়েছে খাদ্য মেলা। সেইখানেই কার্যত উপচে পড়ছে পেটুক বাঙালির ভিড়। এলাকার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে আয়োজিত খাদ্য মেলায় কলকাতা হাওড়ার প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন নামী রেঁস্তোরার স্টল দেওয়া হয়েছে। ফুচকা থেকে ফালুদা কিংবা বিরিয়ানি থেকে লিট্টি চোখা, সবই পাওয়া যাচ্ছে উত্তর হাওড়ায় প্রথম এই খাদ্য মেলায়। 

{link}
উল্লেখযোগ্য বিষয়, প্রথমে তিন দিনের জন্য মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকেই মানুষের উপস্থিতি এবং ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। ভিড় সামলাতে কার্যত হিমসিম খেতে হচ্ছে আয়োজকদের। সেই কথা মাথায় রেখেই মেলা ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত বর্ধিত করা হতে পারে উদ্যোক্তাদের তরফ থেকে জানা গেছে। খাবারের পাশাপাশি মেলার মধ্যে করা হয়েছে সাংস্কৃতিক মঞ্চও। সেই সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশিষ্ট শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। মহিলাদের জন্য থাকছে রান্না প্রতিযোগিতা। জিভে জল এনে আপনিও ঘুরে আসতেই পারেন উত্তর হাওড়ার এই পেটুক মানুষদের সমাগমে। 
{ads}

news Howrah Food Fair West Bengal সংবাদ

Last Updated :