header banner

প্রচণ্ড শীতেও বাংলা উত্তপ্ত

article banner

এবার কি তাহলে বাকযুদ্ধ ছেড়ে ইট-পাথরের লড়াই ?  রাজ্যের মানুষের এখন একটাই প্রশ্ন । দল বিভাজন , দল পরিবর্তন , বাকযুদ্ধ , কটাক্ষ থেকে এখন রাজনৈতিক যুদ্ধ দাঁড়িয়ে গিয়েছে  ইট বৃষ্টির কালো মেঘাছন্ন পরিবেশে । রাজ্যের সাধারন মানুষের প্রশ্ন তাহলে নবান্ন কার মুখের হাসিতে আলোকিত হবে ?{ads}


যুদ্ধের তীব্রতা যথাক্রমে দলীয় বিরোধিতাকে কেন্দ্র করে এগিয়ে নতুন চিত্রের অপেক্ষায় ছিল , কিন্তু সারা ভারত কৃষক আন্দোলন এক নতুন যুদ্ধের সুত্রে বেঁধে দিয়েছে বাংলার রাজনৈতিক আবহাওয়াকে । প্রায় ১৬ টি বিরোধী দল কৃষক আইনের বিপক্ষে মত দিয়েছেন । এরপরই কেন্দ্রের সঙ্গে মতবিরোধ আরও তীব্র ভুমিকা পালন করেছে । 

{ads}
বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পশ্চিমবঙ্গে আসা নিয়ে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে , প্রথমে কালো পতাকা দেখানো আর তারপর তাঁর গাড়ি লক্ষ্য করে ইট দিয়ে আক্রমণ কার্যত রাজ্য – কেন্দ্রের যুদ্ধকে আরও তীব্র আকার দিয়েছে । শুধু এখানেই থেমে নেই কেন্দ্র থেকে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের চিঠি পাঠানো নিয়ে উত্তেজনার পারদ  আরও চড়েছে । সব মিলিয়ে শীতের তীব্র দাপট পশ্চিমবঙ্গের আবহাওয়াকে শীতল করলেও রাজনৈতিক আবহাওয়ার পারদ খুবই ঊর্ধ্বগামী।  
 

POLITICS WESTBENGAL BJP TMC JP NADDA ADMINISTRATIVE OFFICERS LETTERS DELHI KOLKATA ASSEMBLY ELECTION 2021

Last Updated :