রাজনৈতিক টানাপড়েনের মধ্যে অবশেষে আগুন লাগল সংসারে , স্বামী ও স্ত্রীর পবিত্র সম্পর্কের মাঝে বাঁধা হয়ে দাঁড়ালো রাজনীতি ও দুই দল যা একে অপরের বিরোধী । স্বামী এক দলে , স্ত্রী এক দলে।সংসারের আগুন নিভিয়ে না দিয়ে তা ছাইয়ের আকার ধারনের স্বরূপ বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ আজ তৃনমূলে যোগ দিলেন। ফলস্বরূপ পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠল।{ads}
শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একজোট শক্তিশালী দল গত শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে বিজেপিতে যোগ দেওয়ার পরে কার্যত তোলপাড় হয়ে উঠেছিল বাংলার রাজনীতি , কলেজ মাঠে কেন্দ্রীয় মন্ত্রীর হুঙ্কারে কার্যত ব্যাকফুটে পরে গেছিল শাসক দল, কিন্তু দলবদল এবার হল বিজেপি থেকে তৃনমূলে।বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্যতম ভুমিকন্যা সুজাতা মণ্ডল খান যোগ দিলেন।
তৃনমূলে যোগ দেওয়ার পর সুজাতা জানিয়েছেন , তাঁর সম্মান তাঁর কাছে মুল্যবান , দিনরাত পরিশ্রম করেও তাঁর প্রাপ্য সম্মান তিনি পাননি , বিজেপির ২ থেকে ১৮ হওয়ার পিছনে তাঁর রক্ত জল করা পরিশ্রম আছে , কিন্তু তাঁর যথাযথ সম্মান তিনি পাবেন তৃনমূ্ল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় । তিনি চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক পথে এগিয়ে এক লক্ষ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে । নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি । তিনি জানিয়েছেন ভবিষ্যতে বিজেপি থেকে অন্য নেতাদের ও আশার সম্ভাবনা থাকতে পারে।
সুজাতা মণ্ডল খাঁ , তৃনমূলে যোগদানের পরে রাজ্যের রাজনীতি আবার নতুন ছন্দ পেল , কিন্তু দল গড়তে গিয়ে ঘর ভাঙল। {ads}