header banner

Delhi : দিল্লিতে কি পদ্ম ফুটতে চলেছে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  দিল্লিতে কি পদ্ম ফুটতে চলেছে? অধিকাংশ সমীক্ষা তাই বলেছে। আবার ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। প্রাথমিক ট্রেন্ডে দিল্লি দখলের পথেই বিজেপি। ১৯৯৩ সালের পর বিজেপি আবার রাজধানী ক্ষমতায় ফিরতে চলেছে। প্রাথমিক যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপি এগিয়ে এখনও ২১ টিরও বেশি আসনে।

{link}

অন্যদিকে আপ মাত্র ১৩ টি আসনে এগিয়ে রয়েছে।কংগ্রেস একটি। ফলে প্রাথমিক ট্রেন্ড বজায় থাকলে দিল্লিতে পদ্ম ফুটতে চলেছে। আপের ফলে শুরুটা একেবারেই আশানরূপ হল না। সত্যেন্দ্র জৈন সহ একাধিক তারকা প্রার্থীরাও পিছিয়ে আছেন। শুরুতে পিছিয়ে রয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। পিছিয়ে আছেন মণীশ সিসৌদিয়াও। ততবে এটা সবে শুরু এখনও অনেক রাউন্ড বাকি গণনা বাকি আছে। ফলে চিত্রটা পাল্টে যেতেই পারে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬।

{link}

প্রাথমিক ট্রেন্ডে ধরে রাখতে পারলে দিল্লিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাজিক ফিগার টপকে যেতে পারে বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়ে গিয়েছে সকাল ৮টা থেকে। বিজেপির ওম প্রকাশ শর্মা, সঞ্জয় শর্মা, সঞ্জয় গয়াল, কপিল মিশ্র, রবিন্দর গুপ্তরা এগিয়ে আছেন প্রাথমিক ফলাফলে। উল্লেখ্য দিল্লি বিধানসভা ভোটে বিজেপি জনতা দল ইউনাইটেড ও লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে। এই দুটি দলকে বুরারি ও দেওলি আসন ছেড়ে দেওয়া হয়েছিল।

News Breaking News Delhi Election 2025 BJP Politics DelhiElection সংবাদ

Last Updated :