header banner

Shehbaz Sharif : ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কোনো নিরপেক্ষ দেশে ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছে পাকিস্তান। কিন্তু ভারত বার বার করে বলে এসেছে - সন্ত্রাসবাদকে মদত দেওয়া ও আলোচনা একসঙ্গে হতে পারে না। বুধবার নিজের দেশের সাংবাদিকদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) জানালেন, চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান।

{link}

এমনকী দ্বিপাক্ষিক আলোচনার জন্য নিরপেক্ষ একটি দেশের নামও প্রস্তাব করেছেন তিনি। ঠিক কী বলেছেন শাহবাজ? শাহবাজ যে চারটি বিষয়ে কথা বলতে চেয়েছেন সেগুলি হল “কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ”। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ১২ মে জাতির উদ্দেশে ভাষণে ওই জলচুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না”। 

{link}

শাহবাজ জল বলতে সিন্ধু জলচুক্তিকেই ইঙ্গিত করেছেন। এইসঙ্গে তিনি জানান, ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও, তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনড় থাকবেন। কিন্তু কোথায় হবে দ্বিপাক্ষিক আলোচনা? পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, চিনে আলোচনায় রাজি হবে না ভারত। ইংল্যান্ডে হতে পারে। তবে উভয়পক্ষের সবচেয়ে পছন্দের স্থান হতে পারে সৌদি আরব। সে ক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় সম্মত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। এদিন তাঁর দেশের সেনাপ্রধান আসিম মুনিরের পদোন্নতি নিয়েও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জানান, দাদা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনার পরেই মুনিরকে ফিল্ড মার্শাল পদে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

{ads}

 

News Breaking News Shehbaz Sharif Pakistan সংবাদ

Last Updated :