header banner

শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে আপত্তিকর কাজের অভিযোগ, নামখানায় স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

article banner

সুদেষ্ণা মন্ডল, নামখানা:  স্কুলের মধ্যে আপত্তিকর কাজের অভিযোগে অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাকে অপসারণের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এ বিক্ষোভের জন্য স্কুলের পঠন-পাঠন শিকেয় উঠেছে। ক্ষতি হচ্ছে স্কুলের পঠন পাঠন ও পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নামখানা বাজার সি এস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের পড়ুয়াদের পরিবারের সদস্যদের অভিযোগ, ওই স্কুলের শিক্ষক অভিজিৎ মণ্ডল এবং শিক্ষিকা গায়ত্রী পণ্ডিত আপত্তিকর কাজকর্ম করেন স্কুলের মধ্যে। শুধু তাই নয়, তারা ঠিকমতো ক্লাসও করান না বলে অভিযোগ উঠেছে।

{link}
গোটা ঘটনায় স্কুলে প্রধান শিক্ষক কিরণ চন্দ্র ঘোড়ুই প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষক অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। এই বিষয়গুলিকে সামনে রেখেই নামখানা বাজার সি এস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে অভিজিৎ মণ্ডল এবং গায়ত্রী পণ্ডিতের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান  অভিভাবকরা। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডল ও শিক্ষিকা গায়ত্রী পণ্ডিতকে স্কুলের বাইরে বার করে দেন।এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা স্কুল চত্বর। এই ঘটনায় গায়ত্রী পণ্ডিত বলেন, “আমি প্রতিদিনের মতো স্কুলে এসেছি। ঠিক কী ঘটেছে আমার জানা নেই। আমাদের এস আই রয়েছেন। তিনি যা করার করবেন। কেন এই সমস্ত কথা বলা হচ্ছে, তা আমার জানা নেই।

এই ঘটনা প্রসঙ্গে এক অভিভাবক মনি মাঝি জানান, “স্কুলে এসে গায়ত্রী ম্যাম পড়ান না। বাড়ি থেকে রান্না করে এনে অভিজিৎ স্যারকে খাওয়ান। ছাত্রছাত্রীরা কোনও সমস্যা নিয়ে তাঁদের কাছে গেলে বলেন পরে আসতে। যাতে আমাদের সন্তানরা ভালো কিছু শিক্ষা পায় সেজন্য ওদের স্কুলে পাঠানো হয়। এই ধরনের ঘটনা ওদের মনে বিরূপ প্রভাব ফেলবে। এক অভিভাবক বলেন, “দীর্ঘদিন ধরে এই অবহেলা চলছে। ওই শিক্ষক এবং শিক্ষিকার মধ্যে যা সম্পর্ক থাকুক তা স্কুলের বাইরে রাখা উচিত। আমরা চাই এই স্কুল থেকে প্রধান শিক্ষক সহ ওই তিন জনকে অপসারিত করা হোক অবিলম্বে।” দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। এই ঘটনায় দীর্ঘক্ষণ স্কুলের পঠন পাঠন ব্যাহত হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষিকাকে স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

{ads}

news South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article