শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিরোধীদের হাতে একাধিক ইস্যু। স্বাভাবিক কারণেই ধরে নেওয়া যায় তৃণমূলের (TMC) নেতৃত্বে আজ উত্তাল হতে চলেছে সংসদ। এর মধ্যে অবশ্যই প্রধান বিষয় এপিক কার্ড। ভুতুড়ে ভোটার কার্ড। একা তৃণমূলই নয়, বিরোধী শিবির সাজিয়েছে চারটি ঘুঁটি, যা দিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলার পরিকল্পনা তাদের। এবারের বাজেট অধিবেশনে (Budget session) চার ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির।
{link}
এর মধ্যে প্রথমটিই হল ভোটার কার্ড ইস্যু। অন্যদিকে, দক্ষিণ ভারত উত্তাল আসন পুনর্বিন্যাস নিয়ে। আসন্ন আদমসুমারির ভিত্তিতে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের বা ডিলিমিটেশনের বিরোধিতায় সরব তমিলনাড়ুর শাসক দল ডিএমকে। সংসদেও ডিএমকে সহ কংগ্রেস এবং দক্ষিণের অন্যান্য দলগুলি এই ইস্যু নিয়ে সুর চড়াবে। আসন পুনঃর্বিন্যাস নিয়ে নানা প্রশ্ন আছে বিরোধী শিবিরের। এর পরেই আছে তৃতীয় ভাষা প্রসঙ্গ। এটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা বড়ো ইস্যু।
{link}
পাঠ্যক্রমে প্রস্তাবিত তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালুর বিরোধিতাতেও খড়গহস্ত হবে ডিএমকে সহ বিরোধীরা। কংগ্রেসও চুপ থাকছে না। আমেরিকার ভারতের উপরে সম পরিমাণে শুল্ক বা ট্যারিফ বসানোর ইস্যুতে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর বিবৃতির দাবি জানাতে চলেছে কংগ্রেস-সহ বিরোধীরা। এছাড়াও ওয়াকফ বিল পাশের চেষ্টার বিরুদ্ধে একজোট হয়ে বিরোধিতা করতে পারে বিরোধী শিবির। সূত্রের খবর, চলতি অধিবেশনেই ওয়াকফ বিল পাস করানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। সব মিলিয়ে যে সংসদ উত্তাল হতে চলেছে তাতে সন্দেহ নেই।
{ads}