header banner

Trinamool Congress: ফুল পরিবর্তন! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে পার্নোর মুখে 'জয় বাংলা'

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই রাজনীতির দল পাল্টানো হয়ে গেছে মানুষের জামা পাল্টানোর মতো। এবার অভিনেত্রী পার্নো মিত্রের পালা। জল্পনা সত্যি করে শুক্রবার চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র। যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, “একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেরকম ভেবেছিলাম বিষয়টা সেভাবে এগোয়নি। তবে ভুল তো মানুষ মাত্রই করে।” এরপরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন পার্নো। তিনি এখন নতুন স্বপ্ন দেখছেন। আশাকরা যায় এবারও তিনি তৃণমূলের ক্যান্ডিডেট হবেন।

{link}

  পাশাপাশি দলীয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা গেল অভিনেত্রীকে। পার্নোর তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগে আকৃষ্ট হয়ে পার্নোই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন।” পাশাপাশি ‘অভিনেত্রী পার্নো’র প্রশংসা করে তিনি বলেন, “২০০৭ সাল থেকে সিনেজগতে তাঁর পদাপর্ণ। এত স্বল্প সময়েই চল্লিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার কর্তব্য সম্পর্কেও পার্নো যথেষ্ট সচেতন। আমাদের মাননীয়া বরাবরই নারী উন্নয়নের কথা বলেন। মাননীয়ার নির্দেশে পার্নোকে দলে স্বাগত জানাচ্ছি আমরা।”

{ads}

Parno Mitra Bengali News TMC Trinamool Congress News TMC News BJP BJP West Bengal সংবাদ পার্নো মিত্র খবর বিনোদন সিনেমা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article