header banner

Partha Chatterjee : শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই সেই রাজ্যের প্তাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister) যার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা আর প্রচুর সোনা উদ্ধার হয়েছিল। আইনের ফাঁক দিয়ে সেই এবার মুক্ত হতে চলেছে - যেভাবে এর আগে রাজ্যের একাধিক মন্ত্রী ও নেতা জামিন পেয়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) শর্তসাপেক্ষে জামিন হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

{link}

নিয়োগ সংক্রান্ত ED-র মামলায় আগেই জামিন পেয়েছিলেন। এবার জামিন পেলেন CBI-এর মামলায়। তবে বেশ কিছু শর্তকে সামনে রেখেই জামিনের আর্জি মঞ্জুর হয়েছে তাঁর। তবে তিনি এখনই জেল থেকে মুক্তি পাবেন কি না, তা সুপ্রিম কোর্টের সম্পূর্ণ অর্ডার এবং শর্তগুলি না প্রকাশ্যে আসা পর্যন্ত জানা যাবে না। যদিও তাঁর আইনজীবীদের মত, পার্থর জেলমুক্তির সম্ভাবনা জোরাল। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাও রয়েছে। গ্রুপ-সি মামলায় এদিন তাঁর জামিন হয়েছে। এখনও বাকি রয়েছে গ্রুপ-ডি মামলার শুনানি। ফলে জেলমুক্তি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে পার্থর।

{link}

দীর্ঘদিন পার্থ (Partha Chatterjee) জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নীচু তলার কর্মী, আধিকারিকরা জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে, তাঁরা একে একে জামিন পেয়েছেন ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই পার্থ কেন  জামিন পাবেন না, সেই বিষয়টি বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে তুলে ধরা হয়। পরবর্তীতে শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার কথা ঘোষণা করে বেঞ্চ। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি রয়েছেন তিনি।

{ads}

News Breaking News Former Education Minister Supreme Court Partha Chatterjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article