header banner

Partha Chatterjee: "মন্ত্রী হিসাবে আমি সততার সঙ্গে কাজ করেছি", জেল থেকে ফিরে অকপট পার্থ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জেল মুক্তির পরে বেহালায় নিজের ঘরে প্রথম রাত কাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেমন কাটলো? খবরে প্রকাশ চেয়ারে বসেই তাঁর রাত কেটে গেছে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫-এর নভেম্বর। প্রায় সাড়ে তিনবছর পর মুক্তির স্বাদ পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারের ঘুপচি ঘর, পুলিশ, হাতকড়া পর্ব পেরিয়ে অবশেষে মঙ্গলবার নাকতলার বাড়িতে ফেরেন তিনি। ঠাকুর প্রণাম সেরে, পরিবারের সদস্য, প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটান তিনি। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। এতগুলো বছর পর ফের নিজের বাড়িতে রাত কাটালেন পার্থ। কিন্তু এদিনও ঘুমোতে পারলেন না তিনি। বুধবার সকালে পার্থ বলেন, “ঘুম হয়নি। অস্বস্তি হয়েছে সারারাত। চেয়ারেই ঘুমোনোর চেষ্টা করছিলাম। কিন্তু হল না।”

{link}

  চেয়ারে ঘুম কেন? জবাব দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বললেন, “এতগুলো দিন তো জেলে চেয়ারে বসেই রাত কেটেছে। অভ্য়েস…।” একথা বলতে গিয়েই চোখ ভরে উঠল জলে। এদিন পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ বা চক্রান্তের তত্ত্ব খাঁড়া না করলেও দাবি করেছেন, তিনি মন্ত্রী থাকাকালীন সততার সঙ্গেই কাজ করেছেন। তিনি বলেন, “আমার জীবনের কালো সময় পেরিয়ে এলাম। নিশ্চয় কোনও অপরাধ বিগত দিনে করেছি। তাই মানুষের কাজ করতে গিয়ে…। তবে মন্ত্রী হিসেবে আমি সততার সঙ্গে কাজ করেছি।” কেঁদে ফেলে বললেন, “কুকুরগুলো আছে আর ভাই, সময়টা কেটে গেল…।”

{ads}

Partha Chatterjee News Trinamool Congress TMC Behala Partha Chatterjee Jail Politics সংবাদ পার্থ তৃণমূল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article