header banner

ধূলাগড় ফ্লাইওভারের কাছে যাত্রীবাহী স্করপিও গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সাত সকালে মাঝ রাস্তায় প্রাইভেট কার উল্টে ভয়ানক দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কের ধূলোগড় ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকাল দশটা থেকে সাড়ে দশটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলোগড় কোলাঘাট গামী লেন ফ্লাই ওভারে ওঠার মুখেই দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়িটি। কোলাঘাট গামী লেনে কলকাতার দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কার যাত্রী নিয়ে পুরোপুরি উল্টে যায় মাঝ রাস্তায়। দুর্ঘটনায় গুরুতর আহত ওই পাইভেট কারের চালক ও এক মহিলা যাত্রী, মহিলা যাচ্ছি শরীরের উপরিভাগে প্রাণ হাতের দিকে চোট লাগে বলেই জানা গেছে। জনা যায় ওই গাড়িতে প্রায় আট থেকে নয় জন যাত্রী ছিল। 

{link}
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে ধুলোগড় ট্রাফিক অফিস ঢিল ছোড়া দূরত্বে, ফলে দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগায়ে স্থানীয় মানুষ, গুরুতর চোট লাগে চালক ও এক মহিলা যাত্রীর তাদের এবং অন্যান্য কয়েকজন যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, গাড়িটি পাল্টি খাচ্ছে সেটা দেখিনি, তবে বেশ কিছুটা দূর থেকে গাড়িটি উল্টে ঘষতে ঘষতে ভয়ানক ভাবে আসছে সেটা চোখে দেখলাম। তবে অল্পের জোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। আহত গাড়ির মধ্যে থাকা দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের অভিযোগ, সামনে গাড়ি থেকে একটি বালতি গাড়ির দিকে পড়ে যায়। সেই বালতি কাটাতে গেলেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটার ফলে জাতীয় সড়কের কোলাঘাট লেনে কিছুটা যান চলাচল অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর, দ্রুত পুলিশ গাড়িটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
{ads}

news Dhulagar Accident West Bengal সংবাদ

Last Updated :