header banner

১ জন ছাত্রী, ৩ জন শিক্ষিকা নিয়ে চলছে পাথরপ্রতিমার একমাত্র গার্লস স্কুল

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা: ছাত্রী ১, শিক্ষিকা ৩ তবুও পাথরপ্রতিমায় চলছে স্কুল। এমনই বিচিত্র স্কুল দেখতে পাবেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পাথরপ্রিতিমার মাধবনগরে। পাথরপ্রতিমা গার্লস স্কুলের এই দশা নিয়ে হতাশ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। ১৯৮৩ সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। এলাকায় নারীশিক্ষার প্রসার ঘটানোর লক্ষে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। শতাধিক ছাত্রী প্রথম অবস্থায় এই স্কুলে ভরতি হয়েছিল। তারপর থেকে ভালোভাবেই চলছিল স্কুলটি। কিন্তু হঠাৎ বেশ কিছু শিক্ষিকার অবসর ও কিছু শিক্ষিকা অন্য স্কুলে বদলি হওয়ায় স্কুলের পড়াশোনার মান কমতে থাকে। ফলে স্কুলে ছাত্রীর সংখ্যা কমতে থাকে। করোনা কালীন সময়ে আরও কমে ছাত্রীর সংখ্যা। 

{link}
বর্তমানে খাতায় কলমে এই স্কুলের ছাত্রীর সংখ্যা ৬। কিন্তু স্কুলে আসে মাত্র ১ জন ছাত্রী। আর তাকে নিয়ে নিত্য চলে স্কুল। মিডডে মিলের রান্নাও হয় প্রতিদিন। তবে কেন কমছে ছাত্রীর সংখ্যা তা নিয়ে মুখ খুলতে চাননি শিক্ষিকারা। বর্তমানে স্কুলের চারিদিকে আগাছা জন্মেছে। ক্লাসরুমগুলি পড়ে রয়েছে ফাঁকা অবস্থায়। জায়গায় জায়গায় জমেছে ধুলো। একটি মাত্র ছাত্রী নিয়ে বন্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে এই স্কুল। অথচ এলাকায় এই স্কুলটি একমাত্র গার্লস স্কুল।এই স্কুলটি বাঁচিয়ে রাখতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে মনে করছেন স্থানীয়রা। 
{ads}

news Sundarbans Patharpratima West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Latest Article