header banner

Siliguri : বৃষ্টিপাতের দরুন জনজীবন ব্যাহত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেতে করোনার প্রকোপ থেকে রেহাই পেতে এখনো রাজ্য জুড়ে চলছে লকডাউন। বর্তমানে লকডাউন বিধি কিছুটা শিথিল হলে ব্যবসা-বাণিজ্য থেকে সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হওয়ার পথে ফের মৌসুমী বায়ুর প্রভাবে লাগাতার বৃষ্টির ফলে ব্যাহত শিলিগুড়ির জনজীবন। বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত চলছে প্রায় অবিরাম গতিতে।

{link}

শিলিগুড়িতে বেশ কিছুদিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত। সাধারণ জনজীবন কিছুটা ব্যাহত হয়ে পড়েছে বৃষ্টিপাতের দরুন। বেশ কদিন ধরে রোদের দেখা নেই বললেই চলে। আজও সকাল থেকে আকাশ ছিল মেঘলা, ভোরের দিকে অঝরে বৃষ্টি হয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের কারণে রাস্তায় অন্যদিনের তুলনায় লোকজনের সংখ্যা কিছুটা কম।

{link}

ব্যবসায় প্রস্তুতি ও সুবিধার জন্য নয়। এই প্রসঙ্গে এক খুচরা বিক্রেতার শান্তনু সরকার জানান, বিগত কিছুদিন ধরে শিলিগুড়িতে বৃষ্টি হয়েই চলেছে। পাহাড়ে তো ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে লোক সংখ্যা অনেকটাই কমে গেছে, পাশাপাশি ব্যবসায়িক অবস্থা ভালো নয়। বৃষ্টিপাতের কারণে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না, সে কারণে দোকানে খরিদ্দারদের আনাগোনা অনেকটাই কমে গেছে।

{ads}

News Breaking News Siliguri West Bengal Rain Weather Update Weather Report business সংবাদ

Last Updated :