header banner

Hooghly : রাতের অন্ধকারে আতঙ্কিত আরামবাগের মানুষজন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাত হলেই আতঙ্কিত হুগলির (Hooghly) আরামবাগের (Arambag) মানুষজন। না কোনো ভৌতিক বিষয় নয়। একদম মানুষের সৃষ্টি ভয়ের বিষয়। রাতের অন্ধকারের আতঙ্কের নাম লরি ও ডাম্পার! বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। গাড়ির রেষারেষি ফল দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে পথচারী, বাইক আরোহীদের। কেননা রাত বাড়লেই বেড়ে চলেছে বড় বড় পণ্যবাহী গাড়ির দাপট!

{link}

শেষ সপ্তাহের রবিবার একদিনেই দুই পৃথক দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। রাতের অন্ধকারে গাড়ির রেষারেষির দাপটের জেরে আতঙ্কিত হুগলির আরামবাগের মানুষজন। স্থানীয় সূত্রে খবর, রাত বাড়লেই বেড়ে চলে পণ্যবাহী গাড়ির দৌরাত্ম!স্থানীয় মানুষেরা জানাচ্ছেন, বিভিন্ন বড় বড় ডাম্পার সহ লরি রাস্তা দিয়ে চলে বেপরোয়া গতিতে। তার ওপর দুই গাড়ির রেষারেষির ফল নিত্যদিনের দুর্ঘটনা। অন্ধকার নামলেই রাস্তায় কার্যত রাজত্ব চলে বড় বড় পণ্যবাহী গাড়িগুলির। গত রবিবার একদিনেই হুগলির শুধু আরামবাগে দুইটি পৃথক দুর্ঘটনা মৃত্যু হয়েছে দুইজনের। একজন বাইক আরোহী, অন্যজন গাড়িচালক।

{link}

তবে দুই দুর্ঘটনার পিছনেই রয়েছে পণ্যবাহী গাড়ি। রবিবার ভোর বেলায় হুগলির কামারপুকুরে এক যুবকের মৃত্যু হয় ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে। বাইক আরোহী রাস্তা দিয়ে বাইক নিয়ে ফিরছিলেন সেই সময় কামারপুকুর সিনেমা চলার কাছে একটি ডাম্পার সামনে থেকে এসে ধাক্কা মেরে তার চাকায় পিষে দিয়ে চলে যায় বাইক আরোহীকে। মৃত ওই ব্যক্তির নাম তপন দাস। অন্যদিকে রবিবার রাতেই একটি মারুতি গাড়িকে ধাক্কা মারে ডাম্পার! সব মিলিয়ে কিন্তু ভয়াবহ পরিস্থিতি।

{ads}

News breaking News Arambag Hooghly সংবাদ

Last Updated : 12 days ago