header banner

Nabadwip : পুতুল দাহ করে বিক্ষোভ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে সাংসদে শপথ নিতে বাধা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর কে। তারই প্রতিবাদে নদিয়ার নবদ্বীপের ভালুকা বটতলা কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে শান্তনু ঠাকুর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশ পুত্তুলিকা দাহ করে বিক্ষোভ অবরোধ শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এটি রাস্তার উপরেই ডঙ্কা কাসর বাজিয়ে বিক্ষোভ অবরোধে শামিল হয় মতুয়া সম্প্রদায়ের মানুষজন। মতুয়া সম্প্রদায়ের এই আন্দোলন কে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি কল্লোল কর প্রমূখ।

{ads}

News West Bengal TMC BJP PM Modi Nabadwip Krishnanagar Amit Shah Protest Matua community সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article