header banner

Sandeshkhali : টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সন্দেশখালীর মানুষের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :সন্দেশখালীর বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের  সরবেড়িয়া ধামাখালি রোডের রামপুর হালদার ঘেড়ি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকার মানুষের ।বেরমজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিকী মোল্লা জোর করে গরীব মানুষের কাছ থেকে আবাসের টাকা কেড়ে নেয় ।সরকারি শৌচালয়ের টাকা আত্মসাৎ করে ,নতুন করে ১০০ দিনের কাজের টাকা সেই টাকাও কেড়ে নেয়ার অভিযোগ তুলে এলাকার মানুষজন ।ধামাখাড়ি সরবেড়িয়া রোড অবরোধ করে তার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

{ads}

News Sandeshkhali Protest Burning Tyre সংবাদ

Last Updated :