header banner

Digha : জগন্নাথ মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ উল্টোরথ। দিঘার (Digha) জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় বেড়েই চলেছে। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাবেশ দিঘা জগন্নাথ মন্দিরে। দিঘা জগন্নাথ মন্দির (Jagannatha Temple) উদ্বোধনের পর সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে মিশেছে আধ্যাত্মিকতা। আর তাতেই প্রতিদিন ভক্তের সমাবেশ ঘটছে। দিঘা জগন্নাথ মন্দির দর্শন করতে এসে ভক্তরা প্রতিটা মুহূর্ত বন্দি করছে ফোনে ভক্তরা।

{link}

শুধু মন্দির চত্বরের মুহূর্ত বন্দি করা নয়, মন্দিরের ভেতরে মুহূর্ত বন্দি হচ্ছে ফোনে। এমনকি গর্ভগৃহের ছবি নিজেদের ফোনে বন্দী করতে ভক্তদের হুড়োহুড়ি প্রায়ই লেগে আছে। ফলে মন্দিরের ভেতরে ভক্তদের সময় লাগছে অনেকখানি। মন্দিরের ভেতরের ভিড় সামাল দিতে এবং ভক্তদের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না। দিঘা জগন্নাথ মন্দিরের গর্ভ গৃহে এবং মন্দিরের ভেতরে ভক্তদের জন্য ছবি তোলা, সেলফি তোলা এবং ভিডিও করায় নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

{link}

এ বিষয়ে দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টটির সদস্য ও কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, 'প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম দিঘা জগন্নাথ মন্দিরে। সকাল থেকে রাত পর্যন্ত ভক্তরা জগন্নাথ দেব দর্শন করছেন। এর পাশাপাশি ছবি ভিডিও ও সেলফি তোলায় মগ্ন। পরে মন্দিরের ভেতর ও গর্ভগৃহে সব সময় ভক্তদের ভিড়ে ঠাসা। ভিড় সামাল দিতেই পুলিশের পক্ষ থেকে গর্ভগৃহে ও মন্দিরের ভেতরে ছবি তোলা সেলফি তোলা ভিডিও করায় নিষেধাজ্ঞা করা হয়েছে।'

{ads}

News Breaking News Digha Jagannatha Temple Ratha Yatra সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article