header banner

Newtown : বড় একটি পশু হাসপাতাল তৈরির পরিকল্পনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একথা অস্বীকার করার উপায় নেই যে বাংলায় আধুনিক পশু হাসপাতালের খুবই অভাব। অথচ যত দিন যাচ্ছে মানুষের পোষ্যগ্রহণ ততই বাড়ছে। এই অবস্থায় উঃ ২৪ পরগনা (North 24 Parganas) প্রশাসন  নতুন উদ্যোগ নিয়েছে। নিউটাউন এলাকায় সেই সমস্ত পোষ্যের নিয়মিত চিকিৎসা, দেখভাল করার জন্য বছর ছয়েক আগে একটি পশু চিকিৎসালয় চালু করেছিল এনকেডিএ।

{link}

কিন্তু প্রয়োজনের তুলনায় সব পরিষেবা না মেলায় বড় পশু হাসপাতালের দাবি করছিলেন নিউ টাউনের (Newtown) বাসিন্দারা। সেই দাবি মেনে এ বার এনকেডিএ কর্তৃপক্ষের তরফ থেকে বড় একটি পশু হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সেই কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে। প্রিয় পোষ্যের যত্নে কোনওরকম খামতি রাখতে চান না মালিকপক্ষ।

{link}

এই ধরনের পোষ্য মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় খাবার বা ওষুধ মিললেও, এই এলাকায় ঠিকমতো পোষ্যদের ক্লিনিক, ডাক্তার পাওয়া যায় না। হাতে গোনা দু’-চারটি বেসরকারি ক্লিনিক থাকলেও সেখানে চিকিৎসার খরচ আকাশছোঁয়া। একমাত্র সস্তায় বা একপ্রকার বিনামূল্যে পশু চিকিৎসা হয় বেলগাছিয়ার অ্যানিম্যাল হসপিটালে। ২০১৯ সালে নিউ টাউনে একটি পেট ক্লিনিক ও ক্রেশ চালু করেছিল এনকেডিএ। টাটা ক্যানসার হাসপাতালের কাছে শঙ্কর নেত্রালয়ের পিছনে সেই ক্লিনিকে আউটডোরে পোষ্যদের চিকিৎসার সুযোগ রয়েছে।

{ads}

News Breaking news North 24 Parganas Newtown সংবাদ

Last Updated :