header banner

পোখরানগামী সেনাবাহিনীর ট্রেনে বিপত্তি, এনজিপি স্টেশনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১ সেনার, আহত ৪

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত স্টেশন নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার সকালে একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের। এছাড়াও আহত হয়েছেন আরও ৪ জন সেনা জওয়ান। ঘটনাকে ঘিরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর এনজিপি রেলস্টেশন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। 

{link}
সূত্রের খবর, প্রতিদিনের মতো আজও শিলিগুড়িতে সকাল ছিল কুয়াশাচ্ছন্ন, বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে। নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে সেনাবাহিনীর একটি ট্রেন এসে দাঁড়ায়। ওই ট্রেনের একজন সেনা জাওয়ান জলের ট্যাঙ্কারে জল ভরতে গেলে ওভারহেডের তারে বিদ্যুৎপৃষ্ট হন, মৃত্যু হয় ওই সেনা জওয়ানের। এছাড়া ৪  সেনা জাওয়ান আহত হয়েছে বলে জানা গেছে। আহত সেনা জওয়ানদের দ্রুত ঘটনাস্থাল থেকে উদ্ধার করে ব্যাংকডুবি সেনা  হাসপাতালে ভর্তি করা হয়। সেনাবাহিনীর ট্রেন বিন্নাগুড়ি থেকে যাত্রা শুরু করে পোখরানের উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানা গেছে। 
{ads}

news Indian Army death NJP West Bengal সংবাদ

Last Updated :