header banner

ফিরে পাওয়ার ও ফিরিয়ে দেওয়ার আনন্দ

article banner

মুর্শিদাবাদ পুলিশের বড়সড় সাফল্য। চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করে বাইক মালিকদের হাতে ফিরিয়ে দিল বহরমপুর থানার পুলিশ। বুধবার বহরমপুর থানার পুলিস প্রশাসন সহ মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল এদিন হারিয়ে যাওয়া ১০ টি বাইক উদ্ধার করে বাইক মালিকের হাতে বাইকের চাবি তুলে দেন। তিনি জানিয়েছেন, গত তিন মাসে এই বাইক গুলি হারিয়েছিল বা চুরি হয়েছিল। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ আসার পরে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখে ৫ জনকে গ্রেপ্তার করে তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইক গুলি। প্রশাসন আরও জানিয়েছে, বাইক বা গাড়ি চুরি যাওয়ার পর খুব দ্রুততার সহিত আপনারা নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেন। তাতে প্রশাসনের কাজ করতে সুবিধা হবে। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ বহরমপুর থানার আই সি রাজা সরকার, টাউন বাবু বিশ্বজিৎ ঘোষাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

{ads}

Murshidabad Police News Stolen bikes returned News West Bengal India Breaking news

Last Updated :