header banner

পশ্চিম বর্ধমানের কয়লা মাফিয়া খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: কয়লা মাফিয়া রাজু ঝাঁ'র খুনের ঘটনায় বুধবার কাঁকসার বাঁশকোপায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কাঁকসা থানার পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। আততায়ীরা ভিন রাজ্য থেকে এসেছিল বলে পুলিশের অনুমান। বাংলা ও ঝাড়খণ্ডের বর্ডারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পড়ে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। গত ১ তারিখ পূর্ব বর্ধমানের শক্তিগড়ে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝাঁ। ঘটনার পরের দিন সকালে শক্তিগড় থানার কাছেই মেলে নীল রঙের একটি ছোট গাড়ি। সেই গাড়ি কোথা থেকে এসেছিলো তারই খোঁজে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ও তদন্তকারী দল।
{link}
অপরদিকে ভিন রাজ্য থেকে দুষ্কৃতিদের পশ্চিমবঙ্গে এনে কয়লা মাফিয়া রাজু ঝাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গ দুষ্কৃতিদের আখড়া হয়ে উঠেছে। যতদিন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকবে বাংলায়।“
{ads}

West Burdwan West Bengal News Murder Crime সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article