header banner

জগৎবল্লভপুরের ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে বিহার থেকে গ্রেফতার করল পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা: শেষ কয়েকদিন যাবৎ একাধিক ডাকাতির খবর উঠে আসছিল হাওড়ার জগৎবল্লভপুর থেকে। যে কারনে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছিল স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, গত ২০শে আগস্ট জগৎবল্লভপুর এর কালিবাবুর বাজার এলাকায় কৃষ্ণকলি লজ নামে একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতীর ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের মারধর করে কয়েক লক্ষ টাকার গহনা লুঠ করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার তদন্তে নেমে  প্রথমে পুলিশ ডোমজুড় থেকে ঘটনার সাথে জড়িত দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল পান্ডা দুজন ডাকাতকে বিহারের নালন্দা জেলার হিলসা সাব-ডিভিশন এলাকা থেকে গ্রেফতার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। 

{link}
জগৎবল্লভপুর থানার তিনজন সাব-ইন্সপেক্টর এবং নালন্দা জেলা পুলিশের সহযোগিতায় টানা ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে হিলসা থেকে অজিত সাউ এবং সুনীল সাউ নামে দু'জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।  ধৃতদের বিহার থেকে সোজা নিয়ে আসা হয় জগৎবল্লভপুর থানায়। 

{link}

বেশ কয়েকদিন ধরে ডাকাতির ঘটনা বেড়েই চলেছিল জগতবল্লভপুর এলাকায়, একের পর এক ঘটনায় নাভিশ্বাস উঠে ছিল সাধারণ মানুষের, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছিল স্থানীয়রা।  যদিও ইতিমধ্যেই একাধিক ডাকাতির ঘটনায় কিনারা করেছে পুলিশ। এদিন আরো একটি সাফল্য জগৎবল্লভপুর থানার। ডাকাতির তদন্তে সাফল্য লাভ করায় সাময়িক হলেও স্বস্তি ফিরছে জগৎবল্লভপুরে সাধারন মানুষের মনে। 
{ads}

news Howrah jagatballavpur Robbery police arrest West Bengal সংবাদ

Last Updated :