শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ফের একবার রাজ্যে আক্রান্ত হল পুলিশ। বারবার রাজ্য পুলিশের প্রতি আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। এবারের ঘটনা দুর্গাপুরের (Durgapur) পাণ্ডবেশ্বর (Pandaveswar)। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে কুমারডিহি গ্রামের স্থানীয় এক যুবকের দেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
{link}
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে, অন্য একজনের বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে দেহ উদ্ধারের জন্য আসে পুলিশ। তাতেই শুরু হয় সমস্যা। পুলিশ এসে দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। মৃতের পরিবারের লোককে না জানিয়ে দেহ উদ্ধার করায় পুলিশ ঘটনাস্থলে এলে উত্তেজিত এলাকাবাসী ইট, পাথর ছোঁড়েন বলে অভিযোগ। এক আধিকারিক-সহ চারজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে, পুলিশ সূত্রের খবর।
{link}
পুলিশের বিরুদ্ধেও লাঠিচার্জের অভিযোগ করেছেন স্থানীয়রা। ওই যুবকের দেহ যে বাড়িতে পাওয়া গিয়েছে, সেখানকার এক মহিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। ওই যুবককে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।
{ads}