header banner

হাওড়ার সালকিয়ায় বামেদের মিছিলে ব্যারিকেড করে বাধা পুলিশের, উত্তপ্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের হাওড়া শহরে মিছিল ঘিরে উত্তেজনা। মঙ্গলবার বামেদের মহামিছিল ছিল হাওড়ায়। মিছিলটি বালিখাল থেকে শুরু হয়ে আসার কথা ছিল পিলখানা পর্যন্ত। সেখানেই সভার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই সালকিয়ায় পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। 

{link}
মিছিলে আসা বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেধে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বাম কর্মী সমর্থকেরা প্রায় ঘন্টাখানেক সেখানেই রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখান। সেখানেই বিমান বসু অবস্থান বিক্ষোভ করেন। মাইক হাতে বক্তব্য রাখেন। শেষে পুলিশ বলপ্রয়োগ করে বাম কর্মী সমর্থকদের সরিয়ে দেয় বলে সূত্রের খবর। নিজের বক্তব্যে পুলিশের এহেন পদক্ষেপের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন বিমান বসু। 
{ads}

news. police West Bengal Howrah সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article