header banner

Asansol : শান্তিপূর্ণ ভোটদানের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ পুলিশের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার ডিএম বা জেলাশাসক এস পোন্নাবলম এবং আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার বা সিপি  সুনীল চৌধুরীর নেতৃত্বে একটি টিম আসানসোল দক্ষিণ থানা এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নির্বাচন কমিশনের নির্দেশে যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটদানের প্রতি ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর  এই কর্মসূচিতে  ডিএম ও সিপি ছাড়াও   ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, আইপিএস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, ট্রাফিক ওসি চিন্ময় মন্ডলের পাশপাশি অন্যান্য পুলিশ অফিসার ও  নির্বাচনী আধিকারিকরা ছিলেন। তারা এলাকায় মানুষের মুখোমুখি হন এবং ভোটের দিন ভোট দেবার জন্য উৎসাহ প্রদান করেন।

{link}


সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট ও তার নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী।ভোটাররা ভোট দিতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন কি না তা জানার চেষ্টাও করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের সম্ভাব্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।  মহিলা ও যুবকদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন ডিএম এবং সিপি।

{link}

তারা লোকসভা সাধারণ নির্বাচনে উৎসাহী হয়ে ভোট দিতে এবং অন্যান্যদের ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পরে ডিএম বলেন, যেসব ভোটার প্রবীণ, বয়স্ক এবং ৮০ বছরের বেশি বয়সী ভোটাররা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, তাহলে নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের ঘরে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। সেক্ষেত্রে তাদের পরিবারের লোকজনকে স্থানীয় নির্বাচন আধিকারিক বা অফিসে যোগাযোগ করতে হবে। আগে থেকেই আবেদন করতে হবে।

{ads}

News Police Durgapur Asansol West Bengal Vote Voter DM CP Politics Politician Election Election 2024 Lok Sabha Election সংবাদ

Last Updated :