header banner

SSC Case : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চাকরিহারা শিক্ষকদের সমস্যা বেড়েই চলেছে। আদালতের নির্দেশে আবার তাদের পরীক্ষায় বসতে হবে। এদিকে স্বাভাবিক কারণেই তারা আর পরীক্ষায় বসতে রাজি না। এই পরিস্থিতিতেই কয়েকজন শিক্ষিকা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে মুখ্যমন্ত্রীর বাড়িতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে চাকরিহারা শিক্ষিকারা।

{link}

পুলিশের সঙ্গে কার্যত বচসা বেঁধে যায় শিক্ষিকাদের। চাকরিহারাদের আটক করেছে পুলিশ। বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে দেখা করতে যান। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান এবং পরীক্ষা নিয়ে আলোচনা করতে চান। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার নির্দিষ্ট কোনও সময় ধার্য করা ছিল না। চাকরিহারা ৫ জন শিক্ষিকা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছতেই পুলিশ তাঁদের বাধা দেয়।

{link}

এরপরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় শিক্ষিকাদের। তাদের পুলিশ আটক করে গাড়িতে তোলে। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে এই সমস্যার সমাধান কি আদৌ হবে। নাকি যোগ্য শিক্ষকদের আবার চাকরির পরীক্ষায় বসতে হবে। এদিকে অযোগ্যদের অন্যত্র নিয়োগ করার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

{ads}

News Breaking News Mamata Banerjee SSC Case সংবাদ

Last Updated :