নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি "চোর ধরো জেল ভরো" পদযাত্রা এবং জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা বহরমপুরে। বৃহস্পতিবার সকালে সেই জনসভার মঞ্চ বাধা কে কেন্দ্র করেই বচসা। বিজেপি কর্মীরা মঞ্চ বাঁধতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দেওয়ার ফলে বিজেপি কর্মীদের সাথে শুরু হয় বচসা। তারপর যদিও শেষ পর্যন্ত মঞ্চ তৈরি করতে সক্ষম হন।
{link}
এদিন বিকেল চারটা থেকে বহরমপুর ভৈরব তলা মাঠ থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হওয়ার কথা পদযাত্রা। পদযাত্রা শেষ হবে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। আর সেখানেই হবে জনসভা। সেই উদ্দেশ্যেই বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ শুরু করে বিজেপি নেতাকর্মীরা। সেই সময় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে মঞ্চ তৈরিতে বাধা দেয় বলে অভিযোগ। পুলিশ এবং বিজেপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। অবশেষে পুলিশের নির্দেশেই শুরু হয় মঞ্চ বাধার কাজ। স্থানীয় বিজেপি নেতৃত্ব সংবাদমাধ্যমের কাছে তৃণমূল নেতার হয়ে কাজ করার অভিযোগ করেছেন। যদিও শেষ পর্যন্ত সফলভাবেই অনুষ্ঠিত হয়েছে বিজেপির আজকের সভা।
{ads}