header banner

ভাঙড়ে রাতে অভিযান পুলিশের, উদ্ধার বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির উপকরন

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: এক-আধটা টেবিল নয়। যতগুলো অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে, তা সাজাতে লেগে গিয়েছে তিনটে টেবিল। থরে থরে সাজানো বোমা, গুলি-বন্দুক, অত্যাধুনিক অস্ত্র। দৃশ্যত যেন অস্ত্রের কারখানা। এক রাতে ভাঙড়ে তল্লাশি চালিয়ে যত পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার হল, তাতে তাজ্জব দুঁদে পুলিশ কর্তারাও। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি সকেট বোমা, একটি এক নলা বন্ধুক, একটি কার্তুজ, ১৫ কেজি বোমা বানানোর বারুদ,বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালায় পুলিশ। নজরুল মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ১৫ কেজিরও বেশি বোমা বানানোর বারুদ – ও বোমা বানানোর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নজরুল মোল্লা ও তাঁর ছেলে শামসুদ্দিন রহমান।

{link}

বোমা বানানোর সময়েই হাতেনাতে তাঁদের ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার ধৃত দু’জনকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করবে কাশীপুর থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে বারেবারেই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড় এলাকা। এলাকায় এর আগে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে। তাতেও বোমা-গুলি উদ্ধার হয়েছে মুড়ি মুড়ি। রাজনৈতিক কোন্দলে ভাঙড়ের অশান্তি কোনও নতুন বিষয় নয়। বাংলার নির্বাচনের আগে ভাঙড় নামটাই থাকে সংবাদ শিরোনামে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে স্রেফ এক জনের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ যত পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার হয়েছে, তা অবাক করে দেওয়ার মতো। তাহলে ওই এলাকায় আরও কার বাড়িতে এত বোমা-অস্ত্র মজুত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা, কেন তিনি এত অস্ত্র মজুত করেছিলেন, আদৌ তিনি অস্ত্রের কারবারি কিনা, সবই জানার চেষ্টা করছে পুলিশ। রাজ্যের মধ্যে ভাঙড় রাজনৈতিক অশান্তির জন্য উত্তপ্ত এলাকাগুলির মধ্যে অন্যতম একটি। পঞ্চায়েত নির্বাচনের আগে একজনের বাড়ি থেকেই এই বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারে যে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়িয়ে তুলবে তা স্পষ্ট। 
{ads}

news Bhangar Bomb Firearms সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article