header banner

Unishbisha : ৪২ কেজি আফিম সহ এক লক্ষ একষট্টি হাজার টাকা উদ্ধার পুলিশের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মাথাভাঙা দু ব্লকের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত উনিশবিষা এলাকায় হরেন বিশ্বাসের বারিতে অভিযান চালিয়ে ৪২ কেজি আফিম সহ নগদ এক লক্ষ একষট্টি হাজার টাকা উদ্ধার করল পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। হরেন বিশ্বাসের বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা আফিমের বাজার মূল্য প্রায় দুকোটি টাকা। এদিকে এই অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সমরেশ হালদার সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা। 

 

{ads}

News West Bengal Unishbisha Police Cash Afim Drug সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article