header banner

Balurghat : পুলিশবাহিনীর সারপ্রাইজ ভিজিট, অবাক হাসপাতাল কতৃপক্ষ

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর ইশ্যুকে (R G kar Incident) ঘিরে এবারে মধ্যরাতেও হাসপাতাল অভিযান দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা পুলিশের। শুক্রবার গভীর রাতে খোদ ডিএসপির নেতৃত্বে বিরাট পুলিশবাহিনীর (police force) এমন সারপ্রাইজ ভিজিট যথেষ্টই অবাক করেছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল (Balurghat Super Speciality Hospital) কতৃপক্ষকে।

{link}

তবে এই সারপ্রাইজ ভিজিট (Surprise visit) শুধুমাত্র যে একদিনের নয় তাও স্পষ্ট করেছেন বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ (DSP Vikram Prasad)। তার দাবি হাসপাতাল চত্বরে রয়েছে নার্সিং কলেজ, যেখানকার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করবার পাশাপাশি হাসপাতালের অনান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বাড়াতেও জোর দেওয়া হয়েছে। হাসপাতাল গুলিতে মহিলা পুলিশকর্মী নিয়োগের পাশাপাশি স্পেশাল মহিলা পুলিশকর্মীদের মাধ্যমে বাড়তি নজরদারিতে নামানো হয়েছে।

{link}

এদিন রাতে অভিযানে নেমে প্রথমেই হাসপাতালের পুরনো বিল্ডিং ও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের গোটা চত্বর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা নিজে পরখ করেন ডিএসপি। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কয়েক দিন ধরে আমরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (Educational institutions) ও হাসপাতালের (hospitals) সিকিউরিটি অডিট করছি।  দিনের বেলায় নিরাপত্তা ব্যবস্থা অতি সহজেই চেক করে নেওয়া যায়। কিন্তু  রাতের নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেই ব্যবস্থা কেমন কাজ করছে তা  সারপ্রাইজ ভিজিট না করলে বোঝা যায় না। এদিন সেই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতেই এই সারপ্রাইজ ভিজিট।

{ads}

News Breaking News R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Dakshin Dinaj

Last Updated :