header banner

হাওড়ায় একই পরিবারে তিন জায়ের মধ্যে পঞ্চায়েতে রাজনৈতিক লড়াই

article banner

নিজস্ব সংবাদাতাঃ হাওড়ায় একই পরিবারের তিন বৌ এবার তিন যুযুধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। পঞ্চায়েত ভোটে দম ফেলার ফুরসৎ নেই হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদরা সরকার পাড়ার বোস পরিবারে। তিন দলের প্রার্থী একই পরিবারের তিন জা ভোটে লড়ছেন একই বাড়ি থেকেই। তাই সরকার পাড়ায় এবারের পঞ্চায়েত ভোট হচ্ছে একটু অন্য রকম ।

(link)
রাজ্য রাজনীতির যুযুধান তিন রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি ও জাতীয় কংগ্রেস হলেও, সাঁকরাইল ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের তিন প্রার্থীরই বসবাস একই বাড়িতে। কোন রাজনৈতিক বিদ্বেষ, হিংসা নেই বোস পরিবারের সদস্যদের মধ্যে। তিন প্রার্থীরই এক বক্তব্য, এলাকার সাধারণ মানুষ যাকে নির্বাচিত করবে সেই জয়ী হবে। যদিও নিজের জয়ের বিষয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী বোস বাড়ির তিন বৌ তৃণমূলের প্রার্থী কাকলি বোস, বিজেপির প্রার্থী পিঙ্কি বোস, কংগ্রেসের প্রার্থী নীলিমা বোস ।

(ads)

news howrah west bengal election

Last Updated :