header banner

Diamond Harbour : রাজনৈতিক হিংসা অব্যাহত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিকে দিকে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার জেরে কার্যত দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ঘর ছেড়েছে বিরোধীদলের কর্মী সমর্থকেরা। তেমনি রাজনৈতিক হিংসার হাত থেকে বাদ যায়নি ডায়মন্ড হারবার (Diamond Harbour) মডেল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফল ঘোষণার পর রেকর্ড সংকট ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফল ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মী সমর্থকদের (BJP Candidates) মারধরের ঘটনার খবর উঠে এসেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে। কার্যত প্রাণভয়ে লোকসভা কেন্দ্রের বহু বিজেপি কর্মী সমর্থকেরা আশ্রয় নিয়েছিল ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনিক জেলার কার্যালয়ে। চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা দিয়েছিল আক্রান্ত বিজেপি কর্মীদের।

{link}

ডায়মন্ড হারবার বিজেপি কর্মী সমর্থকদের একটাই প্রশ্ন ছিল যে তারা কি নিরাপদে আবার তাদের ঘরে ফিরতে পারবে নাকি , ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে সেটি হয়ে উঠবে তাদের স্থায়ী ঠিকানা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন দেন ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্বরা । এরপর পুলিশি নিরাপত্তায় অবশেষে বাড়ি ফিরল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা। বাড়িতে ফিরে কার্যত চক্ষু চরক গাছ হয়ে উঠেছে | ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির একটিও আসবাবপত্র আসতো নেই। বসবাসের অযোগ্য হয়ে উঠেছে বাড়ি |  কার্যতো শ্মশানে নিস্তব্ধতা এলাকায়।

{link}

এ বিষয়ে এক আক্রান্ত বিজেপি মহিলা কর্মী সমর্থক তিনি জানান নির্বাচনের ফল ঘোষণার পর, বেশ কয়েকজন আমাদের বাড়ির উপর চড়া হয়। আমাদেরকে বেধড়ক মারধর করে কার্যত প্রাণভয়ে আমরা পালিয়ে গিয়েছিলাম। বাড়িতে ফিরে আনন্দ যেমন লাগছে তেমনি ভয়ও লাগবে। আমরা কি আগের মতন নিরাপদে জীবন যাপন করতে পারব নাকি আবারও আমাদের উপর নেমে আসবে সন্ত্রাস তা বুঝে উঠতে পারছি না।  এ বিষয়ে ডায়মন্ড হারবার বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস তিনি বলেন, যেভাবে ভোট পরবর্তী হিংসার জেরে দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হয়েছে বাদ যায়নি ডায়মন্ড হারবার | ডায়মন্ড হারবারে বহু বিজেপি কর্মীর সমর্থকদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাদের পুকুরে বিষ দেয়ার মতন ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো রকম লাভ হয়নি ডায়মন্ড হারবারের সাংসদ ভাইপোর অঙ্গুলের হেলনে চলছে পুলিশ প্রশাসন। অবশেষে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয় পুলিশ প্রশাসন পুলিশের উদ্যোগে বাড়ি ফিরছে আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা।

{ads}

News West Bengal Breaking News Diamond Harbour TMC CM Mamata Banerjee Abhijit Banerjee BJP BJP Candidates violence deputation Police Vote Voter Election Election 2024 Lok Sabha Elect

Last Updated :