”চোরের মায়ের বড়ো গলা” গতকাল রাজীব ব্যানার্জীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার আরূপ রায় তাকে এই বলেই উল্লেখ করলেন। রবিবার সকালে হাওড়ার ৩৬ নং ওয়ার্ডের দুয়ারে সরকারের কর্মসূচিতে আসেন তিনি। সেখানেই রাজীব ব্যানার্জী সম্পর্কে এইরূপ মন্তব্য তার।
উল্লেখ্য বিষয় গতকাল একটি বস্ত্র বিতরন অনুষ্ঠানে রাজীব ব্যানার্জী দলের যারা যোগ্যতা সম্পন্ন কাজের লোক তাদের পিছনের সারিতে সরিয়ে দিয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের সামনে নিয়ে আসা হচ্ছে বলে মন্তব্য করেন। সেই বিষয়েই আজ অরূপ রায় বলেন , “চালুনি ছুঁচের বিচার করে… যারা বেশি পেয়েছে তারা বেশি চায় যাদের দুর্নীতিতে পায়ের নখ থেকে মাথার চুল অবধি ভরতি তারাই বেশি চিৎকার করে…“ অর্থাৎ এবার কার্যত হাওড়াতেও গৃহযুদ্ধের পালা শুরু হয়ে গেল। কিন্তু বিষয় হল রাজনৈতিক মহল এবং সাধারন মানুষের মতে, হাওড়ার মানুষের কাছে রাজীব ব্যানার্জী একটা খুবই প্রিয় নাম এবং তার একটি স্বচ্ছ ভাবমূর্তি বজায় রয়েছে সমাজে। তাই এই বক্তব্যকে স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছেননা রাজীব অনুগামীরা। অন্যদিকে অরূপ রায় আবারও নিজেকে মমতা ব্যানার্জীর পুরোনো সৈনিক হিসাবে প্রমান করলেন। কিন্তু রাজনৈতিক মহলের মতে তিনিও সমালোচনার উর্দ্ধে নন। তবে গতকালের রাজীব ব্যানার্জীর বক্তব্যের পরে যে এইরকমই কিছু একটা হতে চলেছে, তার ধারনা অনেকেই করেছিলেন। তবে এখন কে যে চোর আর কারই বা বড়ো গলা তার বিচার কিন্তু সেই সাধারন মানুষের হাতেই।