header banner

বাংলায় অসৌজন্য, প্রতিহিংসা ও অসহিষ্ণুতার রাজনীতি চলছে- তৃণমূলকে কটাক্ষ শমীকের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: এই মুহূর্তে বাংলায় অসৌজন্য , প্রতিহিংসা ও অসহিষ্ণুতার রাজনীতি চলছে। এটুকু বলতে পারি ভারতবর্ষের সবচেয়ে অসহিষ্ণু দল এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। রবিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, অতীতে বলতে পারি রূপা গঙ্গোপাধ্যায়ের নাম থাকলে নন্দনে তার ছবি রিলিজ করা যেত না। তরুণ মজুমদার ছবির শুটিং করতে পারতেন না। সুতরাং সর্বক্ষেত্রেই একটা দখলদারী রাজনীতি তৃণমূল কংগ্রেস করে এসেছে। একটা বাধ্যতার সংস্কৃতি এরা সর্বক্ষেত্রেই করে এসেছে। আমার মনে হয় মানুষ এটাকে অচিরেই প্রত্যাখ্যান করবে। 

{link}
এছাড়াও, বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক প্রসঙ্গে শমীকবাবু বলেন, সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে একটা সুস্থ সম্পর্ক থাকবে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কাম্য। কিন্তু জগদীপ ধনখড়ের সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেস কি ধরনের ব্যবহার তার সঙ্গে করেছে। সুতরাং আমার মনে হয় না যে এই সম্পর্ক বেশিদিন থাকবে। কারণ তৃণমূল তৃণমূলেই আছে। জগদীপ ধনখড় কে যারা ভিলেন বানাতে চেয়েছে তারাই এখন গ্রাম বাংলার মানুষের কাছে ভিলেন হয়ে গেছেন।
{ads}

news BJP Shamik Bhattacharya Howrah West Bengal সংবাদ

Last Updated :