শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভোট পরবর্তী অশান্তি। জগৎবল্লভপুরে আই এস এফ (IFC) কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এক যুবকের তরমুজের দোকান লন্ডভণ্ড করে তাতে তালা লাগিয়ে দিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
{link}
কয়েকদিন আগেই জগৎবল্লভপুরের তালপুকুর এলাকায় ISf তৃণমূল সংঘর্ষে চলে গুলি বোমা । হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরে ইছানগরী এলাকায় গত রাতে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। অভিযোগ এরপর গভীর রাতে আই এস এফ কর্মীর অস্থায়ী দোকান ভেঙে একটি নয়নজুলিতে ফেলে দেওয়া হয়। ওপর উল্টে পড়ে রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
{link}
আই এস এফ কর্মী ইউনিস মিদ্দ্যা অভিযোগ করেন তিনি অন্যদল করেন বলে শাসক দল তার দোকান ভাঙচুর করেছে। পাল্টা জগৎবল্লভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সভাপতি আজিজুল রহমান ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন ওরা নিজেরাই ভেঙে তৃণমূল কংগ্রেসের (TMC) নামে দোষ দিচ্ছে। তাদের বিজয় মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে।
{ads}