header banner

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কেউ সরকারি অনুদানের অর্থ আত্মসাৎ করেছেন, কেউ চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছেন। একাধিক তৃণমূল নেতার নামে অভিযোগ তুলে পোস্টার পড়ল এলাকায়। বিতর্ক দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায়। পোস্টার আদতে স্থানীয় বিজেপি কর্মীরাই মেরেছেন বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে, সাধারণ মানুষ জনরোষের কারণেই এই পোস্টার দিয়েছেন বলে দাবি বিজেপির। একাধিক দুর্নীতির বিরুদ্ধে নামখানা ব্লকে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলার  নামখানা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাণী ও মৎস্য কর্মাধক্ষ্য, পঞ্চায়েত সমিতির অতনু কুমার দাস সহ নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস, ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য অখিলেশ দাসের নামে পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকার একাধিক দেওয়াল। এলাকাবাসীদের অভিযোগ নামখানা পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ ইয়াস ঝড়ে গরু-ছাগলের নাম করে সরকারি অনুদানের ৩০ হাজার টাকা ও নামখানা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক দাস প্রাইমারি ডি গ্রুপ নাসরিন বহু দপ্তরের চাকরি পাইয়ে দেবে বলে মৌসুমী, হরিপুর, শিবরামপুর, বকখালি সহ একাধিক জায়গা থেকে যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, এমনটি অভিযোগ করে কাকদ্বীপ আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
{link}
 এছাড়াও একাধিক অভিযোগ নিয়ে তা তদন্তের দাবিতে আজ নামখানা ব্লকে দারিগনগর মোরে নামখানার এলাকাবাসীরা পোস্টার লাগিয়েছে। সাগর মণ্ডল বিজেপি সভাপতি অনুপ সামন্ত বলেন, "মানুষকে ধাপ্পা দিয়ে এঁরা কোটি কোটি টাকার প্রতারণা করছে। মানুষকে চাকরি দিতে পারছে না। মেধাযুক্ত ছেলেমেয়েদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে। আমি এঁদের বিরুদ্ধেও সিবিআই, ইডি তদন্তের দাবি জানাচ্ছি।" অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় অভিযুক্ত তৃণমূল যুব সভাপতি অভিষেক দাস বলেন, "বিজেপি আজকে সামনে এসে রাজনীতি করতে পারছে না। সেজন্য রাতের অন্ধকারে পোস্টার মেরে যাচ্ছে। তৃণমূল একটি শক্তিশালী দল। এইসব করে কোনও লাভ নেই, এতে তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পাবে।" বিজেপি কর্মীরাই সাধারণ নাগরিকের নাম স্বাক্ষর করে পোস্টার দিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
{ads}

South 24 parganas West Bengal Crime TMC BJP News সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article