header banner

Purba Bardhaman :রাস্তার দাবীতে ভোট বয়কটের পোস্টার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে গত কয়েকদিন আগেই, আর তারই মধ্যেই দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর সন্নারপাড় এলাকায় রাস্তার দাবীতে ভোট বয়কটের পোস্টার।দিলালপুরের প্রধান রাস্তা থেকে সন্নার পাড় যেতে  ক্যানালের বাঁধ বরাবর প্রায় এক থেকে দেড় কিলোমিটার মাটির রাস্তা। এবং সন্নার পাড় যাবার এটাই প্রধান রাস্তা।

{link}


দিলালপুরের সন্নার পাড়ের বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত এবং অন্যান্য জায়গাতেও জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত হয়নি রাস্তা।বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন পার করে লোকসভা নির্বাচন দোরগোড়ায়, আর প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধরা এলাকায় আসেন ভোট চাইতে, পাকা রাস্তার প্রতিশ্রুতিও দেন, কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও যাকে তাই, 
এই সন্নার পাড় এলাকায় প্রায় এক থেকে দেড়শ জন ভোটার।

{link}


কাঁচা রাস্তার কারণে অসুস্থ রোগী থেকে শুরু করে প্রসূতি ও গর্ভবতী মহিলাদের খুব কষ্ট করি যেতে হয় চিকিৎসা কেন্দ্রে, অসুবিধায় পড়তে হয়। পড়ুয়াদেরও,বিশেষ করে  মাটির রাস্তা হওয়ার কারণে বর্ষার সময় তো বেশি সমস্যায় পড়তে হয় এলাকার মানুষদের,তাই এবার রাস্তার দাবিতে জোট বেঁধেছেন সন্নারপাড়ের বাসিন্দারা। দিয়েছেন ভোট বয়কটের ডাকও।

{ads}

News Election Politics Vote Boycott West Bengal Purba Bardhaman সংবাদ

Last Updated :