আলু ও পিঁয়াজের ক্রমবর্ধমান দাম ক্রমাগত চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। তাছাড়াও রয়েছে বিভিন্ন রাসায়নিক রং এবং মাটি মেশানোর অভিনব পদ্ধতি। তাই, এই বিষয়গুলিই তদারকি করতে সরব এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে তারা এই বেআইনি বিষয়গুলি পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেন। ব্যাবসায়ীরা যাতে ক্রেতাদের থেকে নির্দিষ্ট দামের বেশি দাম না নেন সেই বিষয়টির দিকেও নজর দেন।

বর্তমানে শহর কলকাতার বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে প্রায় ৪০ থেকে ৪৫ টাকায়। পেঁয়াজ রয়েছে সর্বোচ্চ ৬০ টাকায়। তবে এই মুহুর্তে বেশ কিছু জায়গায় আলু ও পিঁয়াজের দাম কিছুটা কম হলেও জায়গায় জায়াগায় চলছে আকস্মিক মূল্য বৃদ্ধি এবং রং অথবা মাটি মিশিয়ে বিক্রি করার নানান কৌশল। এই ব্যাভিচারের তীব্র সমালোচনা করলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুতে কোনো প্রকার রং অথবা মাটি মেশানোর কাজে কড়া ভাবে নিষেধাঞ্জা জারি করেছেন। তাই স্বাভাবিক ভাবেই, এই কাজ সম্পূর্ণ আইন বিরোধী এবং ভবিষ্যতে এর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আগামী সপ্তাহে আলুর দাম কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ বাবু।
করোনা পরিস্থিতে ব্যাবসায় দেখা যাচ্ছে মন্দা। এই মন্দায় সবথেকে বেশি প্রভাবিত হচ্ছেন মধ্যবিত্ত মানুষেরা। একদিকে অর্থনৈতিক মন্দা এবং অন্যদিকে প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান মূল্য কপালে চিন্তার ভাঁজ ফেলছে অসংখ্য মানুষের। তাই, এই পরিস্থিতে, ইবি আধিকারিকদের নেওয়া এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্থি দেবে বলে অনুমান করা যায়।
Last Updated : 4 years ago