header banner

বন্দে ভারতের উদ্বোধনে ওড়িশার রাজ্যপালের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ প্রসূনের

article banner

নিজস্ব সংবাদদাতা: রেলের অনুষ্ঠানে এসে রাজ্যপাল সরাসরি রাজনীতি করলেন। এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার হাওড়া স্টেশনে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের অনুষ্ঠানে এসে তিনি অভিযোগ করেন রাজ্যপালের রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়ার উচিত। কিন্তু উড়িষ্যার রাজ্যপাল কার্যত সরকারি অনুষ্ঠানে এসে বিজেপির ভজন করলেন। যেভাবে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুনগান করলেন তাতে তিনি লজ্জিত। এভাবে সরকারি অনুষ্ঠানে রাজনীতি করা যায় না বলে জানান প্রসূন। তিনি আরও বলেন তাহলে তিনিও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কথা বলতে পারতেন। কিন্তু সৌজন্যের খাতিরে তিনি সেসব কিছু বলেননি। এভাবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে গুণগান করাটা ঠিক নয়। এতে তিনি দুঃখ পেয়েছেন এবং অন্যদেরও অস্বস্তিতে ফেলেছেন।

{link}

এছাড়াও কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মাস তিনেক আগে দিল্লিতে তৃণমূল সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংহ সিংহের সাথে ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা টাকা নিয়ে বলতে গেছিলেন। সেখানে তারা জানতে পারেন রাজ্যের বিজেপি সাংসদরা লিখিতভাবে ওই দপ্তরে জানিয়েছেন যাতে পশ্চিমবঙ্গকে কোনও টাকা না দেওয়া হয়। তার অভিযোগ রাজ্যের পাওনার ব্যাপারে কেন্দ্রীয় সরকার ১০০% বিমাতৃসুলভ আচরণ করছে। রাজ্যের হকের পাওনা টাকা দিচ্ছে না, এটা খুবই দুঃখের।

{ads}

news Howrah-Puri Vande Bharat Prasun Banerjee West Bengal সংবাদ

Last Updated :