header banner

আগামীকাল বন্দে ভারতের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, হাওড়া স্টেশনে সাজো সাজো রব

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আগামীকাল হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করতে আসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রাজ্যে সেই সফরের আগে সেজে উঠছে হাওড়া স্টেশন। কড়া নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়া হয়েছে স্টেশন চত্বর। সম্পূর্ন হাওড়া স্টেশন ও তার সংলগ্ন যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী আসতে চলেছেন, সেই সমস্ত এলাকা জুড়ে সাজো সাজো রব। 

{link}
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন হতে চলেছে। আরপিএফ এর তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুলের মালা দিয়ে সাজানো ট্রাক পরিষ্কার সবই শুরু হয়েছে আজ সকাল থেকে। পাশাপাশি ২১ ও ২৩ নম্বর ও প্লাটফর্মও ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। এছাড়াও প্রধানমন্ত্রী যে পথ দিয়ে আসবেন হাওড়া স্টেশনে সেই পথেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বুলেট ট্রেন উদ্বোধনের আগে নিরাপত্তার কড়া প্রহরায় রয়েছে হাওড়া স্টেশন। তারই মধ্যে একই সাথে সেজে উঠছে ভারতবর্ষ তথা রাজ্যের এই ঐতিহ্যবাহী স্টেশন। আরও একটি নতুন পালক সংযুক্ত হতে চলেছে তার মুকুটে। 
{ads}

news Howrah Station PM Narendra Modi Vande Bharat West Bengal সংবাদ

Last Updated :